নীতি-আদর্শে অবিচল লোকমান আহমেদ’রা সমাজের ভরসা

শেয়ার করুন         কত পথ গিয়ে মিশে রাজপথ ধরে তুমার দোয়ারে এসে হে শহর নগর বন্দর, কত নদী গিয়ে মিশে তুমার দোয়ারে এসে হে সাগর তুমি কভু বদলাওনি। কত জল তরঙ্গ খেলে সূর্য কিরণ পেয়ে কত ঢেউ অতলে বিলায় কত ঢেউ সুদূরে এসে মিলায় বালুচরে হে সাগর তুমি কভু কারো পথে আটকাও নি। তবোও তুমি শহর তুমি নগর বন্দর তুমি নদী তুমি মহা সাগর।। জীবন যুদ্ধে খুড়িয়ে খুড়িয়ে চলা এক সূর্যমানব এসেছিলেন ধরায় কোনো এক সময় মানবতা নিয়ে।মানবের দ্বারে দ্বারে মানবতা বিলাতে।এমন মানবের আজ জন্মদিন। জন্মদিনে সে মানবের কথা স্বরণ করতে মন … Continue reading নীতি-আদর্শে অবিচল লোকমান আহমেদ’রা সমাজের ভরসা